ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খানা খন্দকে ভরা সড়কটি পানিতে ডুবে থাকায় রেলযাত্রী, স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে প্রাচীনতম বন্দর তালোড়ার গুরুতপূর্ণ সড়কগুলোর মধ্যে রেলঘুমটি থেকে রেল সড়কটি উল্লেখযোগ্য। বগুড়া-সান্তাহার রেল সড়কের মধ্যবর্তী তালোড়া স্টেশন দিয়ে প্রতিদিন আন্তঃনগর এক্সপ্রেস রংপুরসহ ১৪টি ট্রেন চলাচল করে। রেল ঘুমটি থেকে এই স্টেশনে আসা-যাওয়ার একমাত্র সড়কটি  দীর্ঘদিন যাবত সংস্কার না করায় সড়কের কার্পেটিং এর পাথরগুলো উঠে খানা খন্দকের সৃষ্টি হয়েছে।

সড়কটির দু’ধারে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় এই বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই সড়কটি পানিতে ডুবে থাকছে। এতে রেল যাত্রীসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে তালোড়া খাদ্য গুদাম সড়কের অবস্থাও করুণ। সড়কটির বিভিন্ন স্থানের কার্পেটিং এর পাথরসহ পিচ উঠে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটির পাশেই সরকারি খাদ্য গুদামসহ বিভিন্ন মিল কারখানা রয়েছে। গুদামে ধান-চাল বোঝাই ট্রাক চলাচলসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে সেই সাথে বেড়েছে জনদুর্ভোগ।

আরও পড়ুন

আজ মঙ্গলবার (৮ জুলাই) এ বিষয়ে তালোড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, তালোড়া ছোট একটি পৌরসভা। রাজস্ব আয়ের তেমন কোন উৎস নেই। হাট-বাজার এবং ট্রেড লাইসেন্স থেকে রাজস্ব আয়ে পৌরসভার কর্মচারীদের কোন রকমে বেতন ভাতা পরিশোধ করা হয়। গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলো সংস্কার বা মেরামতের জন্য সরকারের উপর নির্ভর করতে হয়। তালোড়া রেল সড়কটি মেরামতের জন্য নগর উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে একটি স্কিম তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। স্কিমটি অনুমোদন হলে দ্রুত টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করে সড়কটি মেরামত করা হবে। অপর দিকে তালোড়া চারমাথা থেকে খাদ্য গুদাম সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক সড়কের পাশেই সরকারি খাদ্য গুদাম থাকায় ভারি ভারি যানবাহন চলাচল করে। ফলে দ্রুত সড়কটি নষ্ট হয়। পৌরসভা থেকে সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পুন:নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হল ক্যান্টিনে পচা মাংস রান্নার অভিযোগ

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা