নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ১১:৪৩ রাত
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নলঘরিয়া গ্রামের স্কুল ছাত্রীর বাল্য বিয়েকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার তালোড়া নলঘরিয়া গ্রামের সাহিদুল ইসলাম মেম্বারের মেয়ের (১৩) সাথে একই এলাকার নজমুল হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (২৩) এর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে।
প্রায় দেড় বছর আগে জাকারিয়া মেয়েটিকে গোপনে বিয়ে করে। এ বিষয়ে মেয়েটির পরিবার মেনে না নিয়ে তার বাবা আদালতে মামলা করেন। মেয়েটিকে বাবার হাতে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসাও হয়। এদিকে এসএসসি পরীক্ষা চলাকালে মেয়েটিকে আবারও জাকারিয়া নিয়ে গিয়ে দ্বিতীয় বার গোপনে বিয়ে করে।
মেয়েটি তার বাবার বাড়িতে থাকার সময়েই বিষয়টি পরিবারে জানাজানি হয়। ঘটনার দিন আজ মঙ্গলবার (৮ জুলাই) মেয়ের বাবাসহ তার পরিবারের লোকজন বাল্য এ বিয়ে মেনে না নিয়ে মেয়েকে দিয়ে ছেলেকে তালাক দেয়। তালাক দেওয়ার বিষয়টি জানতে পেরে দুই পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুপুর আনুমানিক পৌনে ১২টায় স্থানীয় একটি দোকানে জাকারিয়া ও তার ভাই মাসুদ রানা বসে থাকার সময় মেম্বার সহিদুল ইসলাম ও তার ছেলে মুক্তার ওই দোকানে আসে।
তাদের সাথে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই জাকারিয়া হোসেন, মাসুদ রানা ও তাদের ভগ্নিপতি পারভেজ ছুরিকাঘাতে আহত হয়। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।
এদের মধ্যে আশংকাজনক অবস্থায় জাকারিয়া হোসেন (২৩) ও তার ভাই মাসুদ রানাকে (২৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারভেজ হোসেন (২৯) দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরে যায়।
মন্তব্য করুন