ধারাবাহিক ‘প্রেম পুকুর’-এ শেলী আহসানের সঙ্গে সানজিদা কানিজ
_original_1751986743.jpg)
অভি মঈনুদ্দীন ঃ মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করে বেশ খ্যাতি লাভ করেন মা চরিত্রে অনবদ্য অভিনয় করা শিল্পী শেলী আহসান। এই নাটকের পর মা চরিত্রে তার কাজও বেড়ে যায়। মাঝে কিছুদিন নাটকে অভিনয়ে অনিয়মিত থাকলেও এখন আবার নিয়মিত নাটকে অভিনয় করছেন শেলী আহসান। আবার দীর্ঘদিন নাটকে বিরিতির পর আবারো নাটকে অভিনয় শুরু করেছেন সানজিদা কানিজ।
এরইমধ্যে সানজিদা কানিজ বহু নাটকে অভিনয় করেছেন। তবে শেলী আহসানের সঙ্গে সুন্দর গল্পের একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন সুমী। ‘প্রেম পুকুর’ শিরোনামের এই নাটকটি রচনা করেছেন সুজিত বিশ্বাস। পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শেলী আহসান বলেন,‘ প্রেমে পুকুর নাটকের গল্পটা খুউব সুন্দর। সুজিত বিশ্বাস বেশ যত্ন করে নাটকটি রচনা করেছেন। এরইমধ্যে আমরা অনেকেই নাটকটির শুটিং-এ অংশ নিয়েছি। বেশ ভালো একটি নাটক হচ্ছে।’
সানজিদা কানিজ বলেন,‘ শ্রদ্ধেয় শেলী আহসান আপা ভীষণ বিনয়ী একজন শিল্পী। তার অভিনীত অনেক নাটক আমার দেখা। তারসঙ্গ কাজ করেও ভীষণ ভালোলাগলো। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। সত্যি বলতে কী দীর্ঘদিন পর কাজে ফিরে এসে সবার কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছি, তাতে সত্যিই ধন্য আমি। আর কোনোদিন কাজে অনিয়মিত হবোনা। এখন কাজ করে মাঝে মাঝে অনুশোচনা হয় যে কেন যে মাঝখানে বিরতি নিয়েছিলাম। এই বিরতি না নিলে আজ আমার অবস্থান আরো অনেক ভালো হতে পারতো। তারপরও আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে তিনি আমায় ভালো রেখেছেন আর এখন নিয়মিত কাজ করছি।’
আরও পড়ুন‘প্রেম পুকুর’ ধারাবাহিকটি শিগগিরই একটি চ্যানেলে প্রচারে আসবে।
২০০৮ সালে ‘আতঙ্ক’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয় জগতে সুমীর যাত্রা শুরু হয়। ২০১২ সালে ‘বয়রা’ পরিবার নাটকে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন। ইংরেজি সাহিত্যে অনার্স সম্পন্ন করা সানজিদা কানিজ এখন অভিনয়েই নিয়মিত রাখবেন নিজেকে।
মন্তব্য করুন