ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

মানি লন্ডারিং মামলায় জড়ালেন মহেশ বাবু

মহেশ বাবু

বিনোদন ডেস্কঃ আবারও আইনি জটিলতায় ফেঁসেছেন জনপ্রিয় তেলুগু সুপারস্টার মহেশ বাবু। গেল এপ্রিলে কনস্ট্রাকশন ফার্ম ‘সাই সুরিয়া ডেভেলপারস’ গ্রুপ মানি লন্ডারিং (অবৈধ ভাবে অর্থ পাচার) মামলায় জড়িয়ে পড়ে। 

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে, হায়দরাবাদের এক চিকিৎসক অভিযোগ করেছেন ওই সংস্থার বিরুদ্ধে। ৩৪.৮ লক্ষ টাকার বিনিময়ে তাকে ওই গ্রুপ যে জমি বিক্রি করেছে, আদতে সেই জমির অস্তিত্বই নেই বলে চিকিৎসকের অভিযোগ। মহেশ বাবুকে ওই মামলায় যুক্ত করা হয়েছে।

 

চলতি বছরের এপ্রিলে সাই সূর্য ডেভেলপার্স ও সুরানা গ্রুপের আর্থিক তছরুপের মামলায় মহেশকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সাই সূর্য ডেভেলপার্সের মালিক কাঁচারলা সতীশ চন্দ্র গুপ্তার বিরুদ্ধে গ্রিন মিডোস নামে একটি প্রকল্পের ডেলিভারি গাফিলতির অভিযোগে পুলিশি তদন্তের মুখে পড়েছিলেন। মহেশ বাবু এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং চেক এবং নগদের মাধ্যমে তাকে এর জন্য ৫.৯ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

তবে সূত্রটি সংবাদ সংস্থাকে জানিয়েছিল যে, অভিনেতাকে অভিযুক্ত হিসাবে তদন্ত করা হচ্ছে না। তিনি এই কেলেঙ্কারিতে জড়িত নাও থাকতে পারেন। তারা জানিয়েছিলেন যে তিনি ‘অভিযুক্ত জালিয়াতির বিষয়ে না জেনেই অভিযুক্ত সংস্থাগুলির রিয়েলটি প্রকল্পগুলিকে সমর্থন করে থাকতে পারেন।

আরও পড়ুন

মহেশ বাবুকে সর্বশেষ ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবি ‘গুন্টুর কারাম’ এ দেখা গিয়েছিল। যেখানে প্রকাশ রাজ, রাম্যা কৃষ্ণন এবং শ্রীলীলা অভিনয় করেছিলেন। অভিনেতা এখন এসএস রাজামৌলির জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘এসএসএমবি ২৯’ এর শুটিং করছেন। এতে প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করেছেন। যদিও নির্মাতারা ছবিটি সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে