ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন আয়োজন করতে হবে: তাহের

দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন আয়োজন করতে হবে: তাহের, ছবি: সংগৃহীত।

নির্বাচনের ব্যাপারে সুষ্পষ্ট টাইমলাইন না থাকায় দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে। ফলে খুব বেশি সময় না নিয়ে আমাদের ঐকমত্যে পৌঁছানো উচিত। এরপর যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

রোববার (১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে আগে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত তিনটি প্রহসনের নির্বাচনের কারণে বাংলাদেশ এই জায়গায় এসে দাড়িয়েছে। আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন। সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসকল সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। এ সময় অন্তর্বর্তী সরকারকে আরও দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আগামী নির্বাচন একেবারে সুষ্ঠু হবে, সেরকম পরিস্থিতি এখন দেখা যাচ্ছে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিছুদিন আগে পাবনায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এখনও নির্বাচনের তারিখ হয়নি, কিন্তু জায়গা ও এলাকা দখলের প্রতিযোগিতা চলছে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের ভূমিকা কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। কারণ কিছু ঘটনায় নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। ভোটের আগেই লেভেল ফিল্ড নিশ্চিতে সরকারকে পদেক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস