বিটিভির একই অনুষ্ঠানে গাইলেন আঁখি-হোমায়রা- ছন্দামনি
_original_1751986212.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশে টেলিভিশনের নিয়মিত গানের অনুষ্ঠান ‘গীতিবিচিত্রা’য় সঙ্গীত পরিবেশন করেছেন প্রায় একই সময়ে বাংলাদেশের গানের ভুবনে যাত্রা শুরু করা তিন গুনী সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, হোমায়রা বশির ও ছন্দামনি। এই তিনজন শিল্পীই তাদের নিজেদের গান দিয়েই শ্রোতা দর্শকের কাছে সমাদৃত হয়েছেন।
বিশেষত আঁখি আলমগীর ছোটবেলায় অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তিনি একজন গায়িকা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গায়িকা হিসেবেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশের স্টেজ শো’তে এখনো অপ্রতিদ্বন্দ্বী এক সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। অন্যদিকে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ’র যোগ্য উত্তরসূরী হোমায়রা বশির। তার গানে তার বাবার ছাপ পাওয়া যায় স্পষ্ট। বাবার গানকে বাঁচিয়ে রাখতে তিনি দিন রাত অক্লান্ত শ্রমও দিয়ে যাচ্ছেন। আর ছন্দামনি একটা সময় গানে এতোই ব্যস্ত ছিলেন যে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়েছিলো রাতারাতি। তবে তিনি গানে আগের মতো নিয়মিত না হলেও এই সময়ে এসে গানে আবার নিয়মিত হবার চেষ্টা তার। এরই মধ্যে বিটিভির ‘গীতিবিচিত্রা’ অনুষ্ঠানে তারা তিনিজন গান গেয়েছেন। তবে প্রত্যেকেই আলাদা আলাদা গান পরিবেশন করেছেন। আঁখি আলমগীর গেয়েছেন ‘তুই আমার জানের জান’ গানটি। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সঙ্গীত করেছেন পূণম মিত্র।
আঁখি আলমগীর বলেন,‘ এই গানটি চলতি বছরে প্রকাশিত আমার প্রথম গান। গানটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। গীতিবিচিত্রায় এর আগেও গান করেছি। এবারও গান গেয়ে ভালোলাগলো। আশা করছি শ্রোতা দর্শকের আমার বিটিভিতে এই গানের পরিবেশনা ভালোলাগবে।’
হোমায়রা বশির গেয়েছেন ‘গ্রামোফোন’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন সিফাত শাহরিয়ার। সুর করেছেন হোমায়রার ছোট ভাই রাজা বশির।
আরও পড়ুনহোমায়রা বশির বলেন,‘ গ্রামোফোন কিছুদিন আগেই সারগাম সাউণ্ড স্টেশনে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। বিটিভির গীতিবিচিত্রাতে শ্রোতা দর্শকের কথা চিন্তা করেই গাইলাম। আশা করছি সবার ভালোলাগবে বিটিভিতে আমার পরিবেশনা।’ ছন্দামনি গেয়েছেন ‘শ্রাবণের বৃষ্টিঝড়া রাতে’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন তারিকুল ইসলাম।
ছন্দামনি বলেন,‘ গীতিবিচিত্রা অনুষ্ঠানে এর আগেও আমি গান গেয়েছি। আবারো গাইলাম। যেহেতু এখন বৃষ্টির সময়, তাই বৃষ্টি নিয়েই আমার গাওয়া মৌলিক গানটি গাইলাম। বিটিভিতো আসলে আমাদের ভীষণ পছন্দের একটি চ্যানেলে। এখানে আসলে পা রাখলেই ভীষণ ভালোলাগে। আর গাইলেতো আরো বেশি ভালোলাগে। ধন্যবাদ গীতিবিচিত্রার সাথে সম্পৃক্ত সবাইকে।’ আঁখি-হোমায়রা ও ছন্দামনি জানান তাদের অংশগ্রহনের পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।
মন্তব্য করুন