ভ্রাম্যমান আদালতে দন্ড
বগুড়ার শেরপুরে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৬ জন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক শাহ আলম। শেরপুর পৌর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডলসহ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তরা হলো পৌরশহরের উত্তর সাহাপাড়ার শহিদুল মিয়ার ছেলে সবুজ মিয়া (৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা), জগন্নাথপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে সৈয়দ শাফী (৩৫), খন্দকারপাড়ার শামীম সরকারের ছেলে সান (২৩) (উভয়ের ১৫ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা), কলেজ গেটপাড়ার মৃত বিল্টু মিয়ার ছেলে জনি (২৭) ও দত্তপাড়ার হরিপদের ছেলে অনিক (৩০) (উভয়কে ১ মাস কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা), নয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে মারুফ (২১) কে ৫ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনএ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ৫টি ট্যাপেন্টাডল, ১টি গাঁজা কাটার কাঁচি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন