ফেইসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় শাজাহানপুরে ৭ আইডি‘র বিরুদ্ধে জিডি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সম্প্রতি সোস্যাল মিডিয়ায় শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রঞ্জু সম্পর্কে কু-রুচিপূর্ণ মন্তব্য প্রচার হওয়ায় উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে ফেইসবুকের অপপ্রচারকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে ৭ টি ফেসবুক আইডির বিরুদ্ধে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ওই বিএনপি নেতা।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুন বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত ‘টুইন ব্রাদার্স’ ও ‘আমির গেস্ট হাউজ’ নামের দু’টি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়েকজন নারী-পুরুষ পুলিশের হাতে আটক হয় এবং পরদিন ওই ঘটনায় বগুড়া সদর থানায় সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
আরও পড়ুনদুইদিন পর ২ জুলাই দুপুরের পর থেকে উক্ত ঘটনার সাথে বিএনপি নেতা রঞ্জু কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কু-রুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হয়। ফলে তিনি সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। এমতাবস্থায় অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ৭টি ফেসবুক আইডির বিরুদ্ধে গত ৬ জুলাই শাজাহানপুর থানায় জিডি করেন বিএনপি নেতা রঞ্জু।
মন্তব্য করুন