রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অজিত বড়ুয়া নামে একজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।
অজিত বড়ুয়ার (৪০) বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অজিত বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিল। ফলাহারিয়া পাহাড়ি এলাকায় অবস্থানকালে বন্যহাতির পালের আক্রমণে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার ছিন্ন-বিচ্ছিন্ন লাশটি খুঁজে পেয়েছেন।
আরও পড়ুনবন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বন্যহাতি পালের উপস্থিতি প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে। তাই স্থানীয়দের সতর্কতার সঙ্গে চলাফেরার অনুরোধ জানানো হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন একজন মারা গেছেন বলে জেনেছি। তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন