ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বেনাপোল দিয়ে ভারত থেকে আরও ১৯০০ টন আলু আমদানি

বেনাপোল দিয়ে ভারত থেকে আরও ১৯০০ টন আলু আমদানি

দেশের বাজারে আলুর মূল্য স্থিতিশীল রাখতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আরও এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থেকে আলুর চালান খালাস হয়েছে। এর আগে গত ১৭ ডিসেম্বর রাতে পেট্রাপোল বন্দর হয়ে কার্গো রেলের মাধ্যমে এই চালানটি বেনাপোল রেলস্টেশনে প্রবেশ করেছিল।

বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য কাস্টম হাউসে কাগজপত্র সাবমিট করেন। পরে কাস্টমস ও রেলস্টেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কার্গো রেলটি নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে আলুগুলো দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভাগীয় শহরে পাঠানো হবে।

আরও পড়ুন

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানিয়েছেন, ভারতের পাঞ্জাবের কার্তারপুর থেকে আসা আলুর এই চালান দ্রুত খালাসে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। এর আগে, ১২ ডিসেম্বর একই রুট দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছিল।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামানের তথ্যমতে, ভারতের মালদা জেলার ডিলাক্স ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এই আলু রফতানি করেছে। আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৪২টি ওয়াগনে ৩৮ হাজার ব্যাগ আলু রয়েছে, যার মোট ওজন ১৯ লাখ কেজি। পণ্যের আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য ২৭ টাকা ৬০ পয়সা হিসেবে নির্ধারিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে আবেদন খারিজ

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় নিহত ২

সিনসিনাটি’র কাছে বিধ্বস্ত মিয়ামি

নির্বাচনকে বানচাল করতে একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে : বিএনপি

বগুড়ায় দুই নারীকে খুনের ঘটনায় যুবক গ্রেফতার

২৪ ঘণ্টায় আরও ৯০ ফিলিস্তিনিকে হত্যা