ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বগুড়ায় দুই নারীকে খুনের ঘটনায় যুবক গ্রেফতার

বগুড়ায় দুই নারীকে খুনের ঘটনায় যুবক গ্রেফতার, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : বগুড়ায় একই পরিবারের দুই নারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছে সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।এর আগে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলী ইসলামপুর হরিগাড়ী এলাকার লাইলি খাতুন (৭০) ও তার ছেলের বউ হাবিবা বেগমকে (২২) ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়। আর ছুরিকাঘাতে আহত হয় ১৬ বছরের বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী। 

নিহতের পরিবার জানায়, এবার এসএসসি পরীক্ষা পাস করেছে বন্যা। স্কুলে পড়ার সময় স্থানীয় প্রতিবেশী সোহেলের ছেলে সৈকত নামে এক যুবক প্রায়ই তাকে উত্যক্ত করতো এবং বিয়েও করতে চায়। কিন্তু বন্যার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে এবং উত্যক্তের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সৈকত রাত ৮টার দিকে ঘরে ঢুকে লাইলী বেওয়া ও হাবিবাকে গলা কেটে এবং বন্যাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন