ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক

দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বিশেষ করে বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের অসন্তোষ ও বোর্ড ছাড়ার ইঙ্গিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টিকে বড় করে দেখছেন না। তার মতে, ‘আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাদের নতুন বোর্ডে দু’জন নতুন ডিরেক্টর আছেন-আমি বোর্ড প্রেসিডেন্ট, আরেকজন ফাহিম। আমি সবসময় বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। দলের ভেতরও সবাই সেরা বন্ধু হয় না, কিন্তু পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অনেক কিছু ঠিক করা যায়। যদি কোনো অসন্তোষ থাকে, সেটা আমার সঙ্গে সরাসরি আলোচনা করলেই ভালো।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা দুজন নতুন ডিরেক্টর, বেশিরভাগ কাজই একসঙ্গে করার চেষ্টা করেছি। তবে শেষের দিকে কিছু যোগাযোগের ঘাটতি হতে পারে, কারণ অনেক জরুরি সিদ্ধান্ত আমাকে এককভাবে নিতে হয়েছে। এ কারণেই হয়তো কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে আমি আজই এ বিষয়ে আলোচনা করছি এবং আশা করি, সমাধান হয়ে যাবে।’ বিসিবি সভাপতি’র মতে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি কমিয়ে আনা সম্ভব। 

তিনি বলেন, ‘আমরা সবাই একরকম নই। ছোটখাটো মতপার্থক্য থাকবেই, তবে সেটাকে বড় সমস্যা না বানিয়ে আলোচনা করে সমাধান করাই শ্রেয়। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের কোনো বড় অসন্তোষ থাকবে না।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া