টানা বৃষ্টিতে নোয়াখালীতে পানিবন্দী হাজারো মানুষ

নোয়াখালীতে ভারী বৃষ্টিপাতে আবারও পানিতে তলিয়ে গেছে জেলা শহরসহ আশপাশের জনপদ। কাঁচা ও আধাপাকা রাস্তাগুলো হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যায়ও মুষলধারে বৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর, সেনবাগ, বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। জেলা শহরের মাইজদীর জেলা প্রশাসক অফিস, পুলিশ সুপারের অফিস, মৎস্য অফিস, জেলা খানা সড়ক, পাঁচ রাস্তার মোড়, পৌর বাজারসহ গুরুত্বপূর্ণ স্থান পানির নিচে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে, বন্ধ হয়ে গেছে দোকানপাট।
ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও শিক্ষার্থীরা। সকালে স্কুলে যাওয়ার পথে কাদায় পড়ে আহত হয়েছে একাধিক শিশু। রাস্তায় রাস্তায় অনেক যানবাহন আটকা পড়েছে।
জেলা শহরের বাসিন্দা নাজমুল হোসেন বলেন, জলাবদ্ধতা কোনো নতুন বিষয় না। পৌরসভা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেই। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ প্রতি বছরই ঘটে।
মাইজদীর বাসিন্দা রহিমা আক্তার জানান, হালকা বৃষ্টিতেই রিকশা-অটোরিকশা মিলছে না। বাসা থেকে অফিসে যেতে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন