নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ১১:১৮ রাত
বগুড়ার শিবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ অফিসার গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ অফিসার গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ থানা পুলিশ গতকাল সোমবার রাতে ভুয়া ডিবি পুলিশ অফিসার পরিচয় প্রদানকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম ডপিন (৩০) উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ব্রোজেন মাহাত বলেন, ডিবি পুলিশ অফিসারের পরিচয় দিয়ে এই প্রতারক দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন