ভিডিও বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার আসামি সুনামগঞ্জে গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার আসামি সুনামগঞ্জে গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হত্যা মামলার আসামি ফেরদৌস সরকারকে (২৩) সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে গত ৬ এপ্রিল রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ পৌরসভার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে সালজার ব্যাপারী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ফেরদৌসকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামি একই ইউনিয়নের পার সোনাইডাঙ্গার আদর্শ গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। র‌্যাব তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আসামি গ্রেফতার এবং থানায় সোর্পদ করার বিষয়টি নিশ্চিত করে জানান তাকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

উল্লেখ্য, মোবাইল ফোন নিয়ে পূর্বে মারপিটের ঘটনায় মামলার জের ধরে গত ২৯ জানুয়ারি রাত ৮টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে সালজার ব্যাপারীকে পতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। এ অবস্থায় সালজারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশাখে ঝড় তুলেছে নোবেলের ‘মহামায়া’

রাজধানীসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে  ঝড়ের পূর্বাভাস

‘আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস’

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ

‘ধর্ষণের দৃশ্যের পর পুরো শরীর কাঁপছিল, বমিও হয়েছে’

সুইডেন দিচ্ছে রোহিঙ্গাদের জন্য ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার