ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

বগুড়ায় সরকারি আ. হক কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ায় সরকারি আ. হক কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : কলেজের সামনে অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ছাত্রের মৃত্যুতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকসহ দু’টি গেটের সামনে রেলগেট নির্মাণের দাবি জানিয়েছেন।

ওই দাবিতে আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা কলেজের প্রধান ফটকের সামনে রেল লাইনের ওপর অবস্থান এবং মানবন্ধন কর্মসূচি পালন করেন। কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরসহ শিক্ষকবৃন্দ ওই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। পরে শিক্ষাথীরা রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজে যাতায়াতের জন্য তাদেরকে প্রতিদিন রেললাইন পারাপার হতে হয়। কিন্তু প্রধান ফটক ও পশ্চিমের ফটকে কোন গেট নির্মাণ করা হয়নি। এমনকি গেটম্যানও নেই। অথচ কলেজের সামনে দিয়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ৬ থেকে ৮টি ট্রেন চলাচল করে। গেট কিংবা গেটম্যান না থাকায় কলেজের সামনে রেলপথ পারাপার হতে গিয়ে প্রায়ই দূর্ঘটনা ঘটছে এবং শিক্ষার্থীদের প্রাণ যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ গত ৬ জুলাই কলেজের পশ্চিমে ওয়াপদা এলাকায় অরক্ষিত রেলগেটে মোটর বাইক নিয়ে পারাপারের সময় রাকিব হোসাইন মোস্তাকিম নামে এক শিক্ষার্থী নিহত হন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণ এবং তাতে প্রয়োজনীয় গেটম্যান নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বলেন, তারা আর কোন সহপাঠীর এমন মৃত্যু চান না। দাবি আদায় না হলে আগামিতে রেল অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হল ক্যান্টিনে পচা মাংস রান্নার অভিযোগ

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা