ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বাসা ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ঘরে তালা দিলেন বাসার মালিক

বাসা ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ঘরে তালা দিলেন বাসার মালিক

সুনামগঞ্জে বাসা ভাড়া দিতে তিনদিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরে রেখেই বাইরে তালা লাগিয়ে দিয়েছেন বাসার মালিক।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই পরিবারকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুন মাসের ভাড়া দিতে তিন দিন দেরি হয়েছে। এজন্য বাসার মালিক ইউসুফ চৌধুরী ভাড়াটিয়াদের ঘরের ভেতর রেখেই মঙ্গলবার ভোরের দিকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। বাসার ভেতরে থাকা ইমন বর্মনের পরিবার ঘুম থেকে উঠে বিষয়টি বুঝতে পারে। এসময় ঘরের জানালা দিয়ে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

‎পার্শ্ববর্তী ভাড়াটিয়া স্বপন চন্দ্র বলেন, ‌ইমনের পরিবার ঘরে আটকে থাকা অবস্থায় চেঁচামেচি শুনে আমরা ছুটে আসি। এসে দেখি বাইরে তালা লাগানো।

এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, মানুষের সমস্যা হতেই পারে। ভাড়া দিতে মাত্র তিন দিন দেরি হয়েছে। তাই বলে বাসার মালিকের এমন আচরণ আমরা মেনে নিতে পারছি না।

আরও পড়ুন

ভাড়াটিয়া ইমন বর্মন বলেন, বাসা ভাড়া দিতে তিনদিন দেরি হওয়ায় বাসার মালিক বাইরে থেকে আমাদের তালাবদ্ধ করে দিলো। এমন ঘটনায় আমি হতভম্ব।

‎এ বিষয়ে বাসার মালিক ইউসুফ চৌধুরী বলেন, সময়মতো কারেন্ট বিল, গ্যাস বিলের টাকা পরিশোধ করতে হয়। কিন্তু এই ভাড়াটিয়া কোনো মাসে সময়মতো তাদের ভাড়া পরিশোধ করে না। আমার বাসা ছেড়ে দেওয়ার জন্য এক বছর আগে নোটিশ দিয়েছি। এখনো তারা আমার বাসা ছেড়ে যাচ্ছে না।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার মালিককে কল দিয়ে তালা খুলে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে

বগুড়ার নন্দীগ্রামে নাসির-মুনির দই ঘরের জরিমানা

সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে চাকু মানিক গ্রেফতার