রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসায় পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। জানা যায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসাটি নানা সমস্যায় জর্জড়িত হয়ে পড়েছে।
মাদ্রাসায় একটি এক তলা পাকা ভবন ও দুইটি টিনশেড ঘরে চলে পাঠদান। তবে ১৫ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রথম থেকে আলিম পর্যন্ত ৩৩০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
সম্প্রতি বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসায় গিয়ে দেখা যায়, একটি একতলা জরাজীর্ণ ভবনে চলছে শ্রেণি পাঠ। ছাদ থেকে পলেস্তারা খুলে পড়ে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে কক্ষ। ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নয়ন মিয়া ও আব্দুর রহমান জানান, ক্লাস করার সময় ভয়ে থাকি কখন যেন ছাদের পলেস্তারা খুলে মাথায় পড়ে। এ সময় সহকারী শিক্ষিকা হাসনা হেনা বলেন, দীর্ঘ ১৫ বছরে এই মাদ্রাসায় কোন উন্নয়ন হয়নি।
শিশু শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে বসে ক্লাস করতে ভয় পায়। এ কারণে অনেক সময় মাঠে ক্লাস নিতে হয়। সপ্তম শ্রেণির ছাত্রী রিমা খাতুন জানান, অসহনীয় গরমে টিনশেড ভবনে ক্লাস করা যায় না। টিনশেডের ভবনটিতে ছাদ ও বৈদ্যুতিক পাখা নেই।
আরও পড়ুনউপাধ্যক্ষ মাহবুবুল আলম জানান, তার দেওয়া অনুদানের টাকায় টিনশেড ভবন মেরামত করে ক্লাস নেওয়া হচ্ছে। টাকার অভাবে ছাদ নির্মাণ সম্ভব হয়নি। অধ্যক্ষ তাহেরুল ইসলাম জানান, ২০১০ সালে একতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু শ্রেণিকক্ষের সংকট থাকায় পরিত্যক্ত ভবনেই পাঠদান চলে। তিনি বলেন, কম্পিউটার ল্যাবের জন্য জিনিসপত্র পাওয়া গেছে কিন্তু রুমের অভাবে চালু করা যাচ্ছে না।
স্থানীয় অভিভাবক, সচেতন মহল, শিক্ষক ও শিক্ষার্থীরা বড় কোনো দুর্ঘটনার আগেই জরুরি ভিত্তিতে বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, বিষয়টি আমলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন