ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা তাদের পথ ধরেই তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে : বগুড়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে ডিসি

বগুড়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে ডিসি। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : সুখি, সমৃদ্ধ তারুন্যদৃপ্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজ সোমবার (১৬ ডিসেম্বর) বগুড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।

বিজয় দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। ভোরে শহরের ফুলবাড়িস্থ মুক্তির ফুলবাড়ি স্মৃতি ফলকে মহান মুক্তিযুদ্ধে আত্মোউৎসর্গকারি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে বগুড়া পৌরপার্ক ও শহীদ খোকন পার্কের সামনেসহ বিভিন্ন স্থানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপচে পড়া ভীর ছিল। দিনব্যাপি শহরের সাতমাথায় মেলার আমেজ ছিল। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মো. মুসা আল জেদান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাসুম আলী বেগ, জেলা বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেজবাউল করিম, এডিএম পিএম ইমরুল কায়েস উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনসহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হোনসা আফরোজা বলেন, মুক্তিযোদ্ধারা কোন কিছু পাওয়ার আশায় যুদ্ধে যায়নি। তারা জানতো না আর বাড়ি ফিরতে পারবে কিনা। এর পরও তারা দেমের জন্য যুদ্ধ করেছে। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্যেশে বলেন আপনারা আমাদের প্রেরণা আপনাদের পথ ধরেই তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে।

আরও পড়ুন

আপনাদের প্রেরণায় তরুনদের নিয়ে আগামীতের বাংলাদেশ গড়তে হবে। তরুনদের নিয়ে বৈষম্য, শোষন মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চাই। এজন্য মুক্তিযোদ্ধাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

দিনটি উপলক্ষে সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার সমূহে বিশেষ খাবার পরিবেশন করা ছাড়াও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন।

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে শিশুদের জন্য মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনাটিকিটে প্রদর্শনীর ব্যবস্থা করা। এছাড়াও সরকারি ও বেসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনাটিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে তিনদিনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফরিদপুরে বজ্রপাতের আগুনে তুলার গোডাউন পুড়ে ছাই

ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে নুসরাত ফারিয়াকে

বিমানবন্দরে আ ট ক নুসরাত ফারিয়া, আনা হচ্ছে ডিবি কার্যালয়ে | Nusraat Faria | Daily Karatoa

বিমানবন্দরে আ ট ক নুসরাত ফারিয়া, আনা হচ্ছে ডিবি কার্যালয়ে | Nusraat Faria | Daily Karatoa

রংপুরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ