ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বাংলাদেশকে বাঁচাতে হলে সবুজ বিপ্লব ঘটাতে হবে : রেজাউল করিম বাদশা

বাংলাদেশকে বাঁচাতে হলে সবুজ বিপ্লব ঘটাতে হবে : রেজাউল করিম বাদশা। ছবি : দৈনিক করতোয়া

কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা  বার্ষিকী উপলক্ষে কৃষক দল বগুড়া জেলা কমিটির উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

এ সময় তিনি বলেন, বেশি বেশি গাছ লাগাতে হবে গাছ না লাগালে আমাদের দেশটা মরুভূমি হয়ে যাবে। কাজেই বাংলাদেশকে বাঁচাতে হলে সবুজ বিপ্লব ঘটাতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন- নবী সালাম, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক দলের  যুগ্ম আহবায়ক  আবু বকর সিদ্দিক,  এড. সানাউল সায়েম সুমন, জাহিদুল ইসলাম মালেক, সামিউল আলম সামি।

আরও পড়ুন

সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সালাম খান রুবেল, সদস্য সচিব রফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল তালুকদার, ধনুট উপজেলা কৃষকদলের আহ্বায়ক শামিম আহম্মেদ,  সদস্য সচিব আজিজুল হক, কৃষক নেতা ফিরোজ সারোয়ার, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মন্তেজার রহমান,  রুবেল কাজি, সাইদুল ইসলাম, সহিদুল ইসলাম, ওয়ারেস কুরানি, এনামুল হক রিপন, মাহবুর  রহমান মাফু, মোকলেছুর রহমান বাবু, আব্দুল করিম, আব্দুল ওয়াহাব, রাব্বু, আমিনুল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, জিয়াউর রহমান তালুকদার টুটুল, মোঃ দিপু, মোঃ চান মিয়া  প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি মুরগির খামার করে স্বাবলম্বী হিলির ফেরদৌসী

সমাবেশের পরিবেশ ঠান্ডা রাখতে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

আবদুল হামিদের দেশত্যাগে নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ নজরুল

জয়পুরহাটের ক্ষেতলালে কচুরিপানার তৈরিকৃত পণ্য বিক্রি করে শিক্ষিত বেকার নারী ও গৃহবধূরা স্বাবলম্বী

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার