ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

হবিগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ১০০ কেজি গাঁজাসহ ৭ জন গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে মাধবপুর উপজেলার চোঙ্গারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব সিলেট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার খুন্তাকাটা উপজেলার লোকমান মিয়া (৩৪), শরণখোলা উপজেলার কাইয়ুম শেখ (২২) ও মোড়লগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া (১৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোর্শেদ মিয়া (২৮), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সুশীল দাস (৪০), পটুয়াখালীর দুমকি উপজেলার উজ্জল হোসেন (২৬) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ইমরান হোসেন (১৯)।

 

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

 

তিনি জানান, র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গারবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে পলিথিনের ১০টি বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজাসহ এ সাতজনকে গ্রেপ্তার করেন। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার

বগুড়ায় ফেনসিডিল কারবারির দুই বছরের কারাদন্ড