ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলায় আব্দুল লতিফ (৫৬) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

আব্দুল লতিফ উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের শাহজাহান আলীর ছেলে। গতকাল রোববার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আব্দুল লতিফের দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশপাতা গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রী প্রায় ছয় মাস বাড়ি থেকে মাদরাসায় যাতায়াতের পথে আব্দুল লতিফ তাকে কুপ্রস্তাব দেয়। মেয়েটি তার প্রস্তাবে রাজি হয়নি। এ অবস্থায় গত ৮ জুলাই সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় পথিমধ্যে ধেরুয়াহাটি গ্রামের ফাঁকা রাস্তায় সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায় আব্দুল লতিফ।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদি হয়ে ১১ জুলাই আব্দুল লতিফের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোহাম্মাদ আলী বলেন, ভিকটিমের জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে ও শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার