ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

গাজায় একই পরিবারের ৭ শিশুকে হত্যা করলো ইসরায়েল

গাজায় একই পরিবারের ৭ শিশুকে হত্যা করলো ইসরায়েল, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন, এর মধ্যে ৭ জনই শিশু। গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

গতকালের হামলা সম্পর্কে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ১০ জন নিহত হয়েছেন। তারা জাবালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জাবালিয়া আল-নাজলা এলাকায় নিজ বাড়িতে বিমান হামলার শিকার হয়েছেন। সাত শিশুসহ নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। শিশুদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স ছয় বছর। বাসাল বলেন, হামলায় ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে বলেছে, হামাসের মালিকানাধীন একটি সামরিক স্থাপনায় কার্যক্রম পরিচালনাকারী এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি বলে বিবেচিত কয়েকজন ‘সন্ত্রাসীর’ ওপর হামলা চালিয়েছে তারা।এদিকে গাজার চিকিৎসাকর্মীদের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইসরায়েলের বিমান হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৭৭ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিন ইসরায়েলে নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন। ইসরায়েল থেকে দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। জবাবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় কমপক্ষে ৪৫ হাজার ২০৬ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১৩৬৮ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে থানায় হামলার ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরী প্রধান আসামি

বিস্ফোরক মামলায় বিনোদন কেন্দ্র ‘স্বপ্নপুরীর’ মালিকসহ ১০ জন কারাগারে

সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বর্ষা-শরৎ শেষঃ হেমন্তেও পানি বাড়ছে যমুনায়

দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান