দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
নিউজ ডেস্ক: জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দুই ইজিবাইকের চাপায় নুরুল হক (৭৫) নামে এক প্রবীণ সাংবাদিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নুরুল হক মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামালপুর পৌর এলাকার বানিয়াবাজার থেকে বাগানবাড়িতে তার পত্রিকা অফিসে ফেরার পথে দুই ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাংবাদিক নুরুল হক সাংবাদিকতা শুরু করেন ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ ও দৈনিক জাহান পত্রিকার মেলান্দহ উপজেলার প্রতিনিধি হিসেবে। ১৯৮০ সালে মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তার পিতা কবিরত্ন আব্দুল হামিদ পল্লীকণ্ঠ নামে একটি সাপ্তাহিক পত্রিকার বের করেন। পরবর্তী সময়ে তার বাবার মৃত্যুর পর সাপ্তাহিক পল্লীকণ্ঠ পত্রিকার হাল ধরেন তিনি। পরে ২০০৬ সালে দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন নামে আরেকটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। ১৯৯১ সালে সরকারি চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ফ্রিডম পার্টি থেকে (জামালপুর-০৩) মেলান্দহ-মাদারগঞ্জ আসনে সংসদ নির্বাচন করেন।
মন্তব্য করুন