ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

দিনাজপুরের কাহারোল উপজেলাসহ রংপুর বিভাগের সকল সেক্টরে উন্নয়ন করা হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ 

কাহারোল উপজেলাসহ রংপুর বিভাগের সকল সেক্টরে উন্নয়ন করা হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : দৈনিক করতোয়া

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই-আগস্টের’২৪ গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত হওয়ার মাধ্যমে দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে।

প্রতিটি ক্ষেত্রে সংস্কার করা হবে এবং দুর্নীতি মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এই অন্তবর্তী সরকার। আমি নিজে সরজমিনে দিনাজপুরের কাহারোল উপজেলায় এসেছি এই উপজেলার উন্নয়নের জন্য। এখানে এসে জানতে পারলাম এই উপজেলার পরমেশ্বরীপুর ঘাটে ব্রিজ নেই।

এই ব্রিজ নির্মাণসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা-প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হবে। শুধু কাহারোল উপজেলাকে নয় অবহেলিত রংপুর বিভাগকে সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডের আওতায় আনা হবে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও অসহায় এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, দিনাজপুর পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান (পিপিএম সেবা), উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ প্রমুখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মোঃ আবুল হাসান, স্থানীয় সরকার রংপুর অঞ্চলের প্রকল্প পরিচালক মোঃ আবু জাফর, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ মকলেসুর রহমান,দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ নূরে আলম প্রমুখ। এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্র উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির ও ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ এবং বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র