ভিডিও বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বরগুনার বামনায় মাদরাসার মেঝে থেকে নবজাতক উদ্ধার

বরগুনার বামনায় মাদরাসার মেঝে থেকে নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক:  বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা ডিএসআর দাখিল মাদরাসার মেঝেতে ফেলে রাখা যাওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে মেঝে থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে যেকোনো সময় যে কেউ কাপড়ে পেঁচিয়ে মাদরাসার নিচ তলার মেঝেতে নবজাতককে ফেলে রেখে যায়। পরে সকালে স্থানীয় বাসিন্দারা নবজাতককে দেখতে পায়। মাদরাসা সংলগ্ন স্থানীয় এক বাসিন্দা মাফুজা বেগম ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে বিকেলের দিকে উপজেলা নির্বাহী অফিসসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

নবজাতককে উদ্ধার করা মাহফুজা বেগম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পাই। প্রথমে দেখে মনে হয়নি শিশুটি বেঁচে নেই। উপস্থিত অনেকেই মৃত ভেবে শিশুটির কাছে যায়নি, এমনকি অনেকে শিশুটিকে ফেলেও দিতে চেয়েছিল। পরে আমি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিখাত আরা বলেন, নবজাতক উদ্ধারের খবর পেয়েছি। পরে শিশুটির উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শিশু সুরক্ষা কমিটি ও শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে জেলা কমিটির সিদ্ধান্ত ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সরেজমিন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ

বগুড়ায় পৃথক মারপিটের ঘটনায় চারজন আহত  

পল্লীকবি জসীম উদদীনের মেজ ছেলে ড. জামাল আর নেই

জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক

বগুড়া সদরের সাবেক এমপি অসুস্থ রিপুকে ঢাকায় প্রেরণ