গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটায় লাখ টাকা জরিমানা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : পলাশবাড়ী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এমএমবি নামীয় একটি ইটভাটায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। গত সোমবার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে গোপাল চন্দ্রের ওই ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তফাদার।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এবং একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে ইটভাটাটি স্থাপন করা হয়েছে। এতে স্থানীয়ভাবে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, সার্বজনীন জনস্বার্থে উপজেলার সর্বত্র এমন অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনমন্তব্য করুন