ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধ শাহ আলম রাঢ়ীর (৫৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকালে তার মৃত্যু হয়। শাহ আলম রাঢ়ী সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ জমি নিয়ে বিরোধের জেরে শাহ আলম রাঢ়ীর সঙ্গে প্রতিবেশী গোবিন্দ, বিধান, রাজু ও হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে শাহ আলম রাঢ়ী মাথায় আঘাত পান। পরে তাকে বরিশাল ও ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, ‘‘মাথায় আঘাতের কারণে শাহ আলম রাঢ়ীর ব্রেনে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মারামারি ঘটনায় গত ২৪ এপ্রিল বাউফল থানায় একটি মামলা হয়। সেই মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 একতরফা ভালোবেসে গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আটক আ.লীগ নেতা সানা

২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৩৩৭ জন

হামালা মামলায় সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

এবার সুনামগঞ্জে দিরাইয়ে বজ্রপাতে এক কৃষক নিহত

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখি লাইন বন্ধ