মরক্কো উপকূলে নৌকাডুবে ৬৯ অভিবাসীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : মরক্কো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে নৌকাটি ডুবে যায়। শুক্রবার (২৮ ডিসেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে মালিয়ান সরকার জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর মরক্কোর আঞ্চলিক জলসীমার উপকূলীয় অঞ্চলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ২৫ মালিয়ানসহ অন্তত ৬৯ অভিবাসী মারা গেছেন। তাদের মধ্যে ২৩ মালিয়ান অভিবাসী রয়েছেন। মালিয়ান মন্ত্রী মোসা এগ আত্তাহের এক বিবৃতিতে বলেন, অভিবাসীবাহী একটি নৌকাডুবি ঘটেছে।
এতে মালিয়ানসহ কয়েকজন নিহত হয়েছেন। দুর্ভাগ্যবশত নিহতদের মধ্যে ২৫ জন তরুণ মালিয়ানকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বেঁচে ফেরাদের মধ্যে ১১ মালিয়ান রয়েছেন।
আরও পড়ুনরয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে ২০২৪ সালে ট্র্যাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, ৪১ হাজার ৪২৫ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে, যা গত বছরের রেকর্ড ৩৯ হাজার ৯৯০ ছাড়িয়ে গেছে।
মন্তব্য করুন