ভিডিও বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭৯

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭৯

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় প্লেনটিতে ১৮১ জন আরোহী ছিল। স্থানীয় কর্তৃপক্ষ ১৭৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে ওই দু’জন ছাড়া বাকি সব আরোহীই নিহত হয়েছেন। ইয়োনহাপ নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সকাল ৯টা ৭মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ওই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাইল্যান্ডের নাগরিক।

এক দমকল কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে। প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। এটি রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

ইয়োনহাপ জানিয়েছে, এখন পর্যন্ত এক যাত্রী ও এক ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা এখনও চলছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।

আরও পড়ুন

মাঝারি আকারের এই বিমানবন্দরটি ২০০৭ সালে চালু করা হয়। এখান থেকে এশিয়ার বিভিন্ন গন্তব্যে বিমান চলাচল করে। ওই প্লেনটি কেন দুর্ঘটনায় পড়লো বা রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি। তবে পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে ইয়োনহাপের খবরে বলা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটকে হারিয়ে রংপুরের দুইয়ে দুই

থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় রাজধানীর দুই স্থানে আগুন

‘থার্টি ফাস্ট নাইট’ উদ্‌যাপনে দগ্ধ ৩ শিশু হাসপাতালে

আতশবাজির ঝলকানিতে রাজধানীতে নতুন বছর উদ্‌যাপন

নাটোরে আল চিশতী মাজারে বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর

২০২৪: নেটিজেনদের রসিকতায় ভাইরাল সংলাপের বছর