ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

পাবনার সুজানগরের বান্নাই খাল কচুরিপানা ও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত

পাবনার সুজানগরের বান্নাই খাল কচুরিপানা ও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত। ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর পৌর শহরের পাশদিয়ে বয়ে যাওয়া এক সময়ের স্রোতস্বীনি ঐতিহ্যবাহী বান্নাই খাল কচুরিপানা ও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সেই সাথে খালটি দিয়ে একদম পানি প্রবাহ বন্ধের উপক্রম হয়ে পড়েছে।

পৌরসভার চরভবানীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ মাস্টার জানান, ৬০’র দশক থেকে ৭০’র দশক পর্যন্ত বান্নাই খালটি ছিল স্রোতস্বীনি নদীর ন্যায় প্রবাহমান এবং বেশ গভীর। এসময় পদ্মা নদীর সাথে বান্নাই খালের সংযোগ থাকায় এলাকাবাসী খালটিকে ঘিরে ব্যবসা-বাণিজ্য, কৃষি সেচ এবং মৎস্য আহরণসহ নানা সুযোগ সুবিধা ভোগ করতেন। কিন্তু ৭০’র দশকের শেষের দিকে বালু ও পলি জমে খালটির সাথে পদ্মা নদীর সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় খালটি তার যৌবন হারিয়ে ফেলে।

এরপর কালের পরিক্রমায় এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি খালের কিছু অংশ দখল করে বসতি গড়ে তোলায় স্রোতস্বীনি বান্নাই খাল শীর্ণ ডোবায় পরিণত হয়। বান্নাই পাড়ের বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বলেন, পৌর বাজারের হোটেল ব্যবসায়ীরা প্রতিনিয়ত হোটেলের উচ্ছিষ্ট খাবার ও অন্যান্য ময়লা-আবর্জনা উক্ত খালে ফেলে রাখে। তাছাড়া খালটি কচুরিপানায় ঢাকা পড়েছে।

আরও পড়ুন

ফলে ঐতিহ্যবাহী ঐ খালটি ভরাট হওয়ার পাশাপাশি পানি প্রবাহ বন্ধের উপক্রম হয়ে পড়েছে। সেই সাথে ঐ সকল ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে পৌর বাজারসহ আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে।

এ ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা মো. গোলাম নবী বলেন, ব্যবসায়ীদের বার বার নিষেধ করা সত্ত্বেও তারা ওই খালে ময়লা-আবর্জনা ফেলছে। শিগগিরই কচুরিপানা পরিস্কার করার পাশাপাশি ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ জনগোষ্ঠী দেশের সম্পদ: প্রধান উপদেষ্টা

মাঠে আমাদের ফুল ইফোর্ট দিয়ে খেলবো, ইনশাআল্লাহ জিতব : আফিদা | Sports | Daily Karatoa

এসএসসির ফলাফল নিয়ে বগুড়া জিলা স্কুলে হ-ট্ট-গো-ল করছে শিক্ষার্থীদের অভিভাবক | Bogura | Daily Karatoa

চীন সফরে জামায়াত আমির

দুদকের মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

পাকিস্তানে ৯ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা