ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ফেনীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

নুরুল আলম (৬২)

ফেনীতে বন্যার পানিতে কারেন্ট জালে জড়িয়ে নুরুল আলম (৬২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী জেলা বন্যা মনিটরিং টিমের ফোকাল পারসন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নুরুল আলম মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। এরপর সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরে এলাকার সবাই খোঁজাখুঁজি করলে মাগরিবের আগ মুহূর্তে মাছ ধরার স্থানে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান তারা।

 

স্থানীয়দের ধারণা, বন্যার পানিতে পাতানো কারেন্ট জাল তুলতে যান নুরুল আলম। এ সময় তার পা জালে আটকে যায়। এতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফুলগাজী উপজেলার ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, রাতে এ ঘটনা অবগত হয়েছি। এমন মৃত্যু কখনোই কাম্য নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো বোমা পাওয়া যায়নি ফেইক কল ছিল: বিমানের জিএম

এক বিদ্যালয়ের তিন পরীক্ষার্থী পাস করেছে একজন

চাঁদপুরে মসজিদে খতিবকে কুপিয়ে জখম আটক ১

বেরিবাঁধ ঘুরতে গিয়ে নৌকা ডুবে বড় বোন নিহত ছোট বোন নিখোঁজ

লালমনিরহাটে ১শ’ ভূমিহীন পরিবার খুঁজে পেলো নতুন ঠিকানা

সভাপতি মারুফা, সাধারণ সম্পাদক সুজন, অর্থ সম্পাদক আসিফ