বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ২৫ পিস ট্যাপেন্টাডলসহ মুন্না (৩৫) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘির সান্দিড়া পশ্চিমপাড়া জনৈক বক্কর আলীর বাড়ির সামনে রাস্তার উপড় থেকে ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌরসভার সান্দিড়া পশ্চিমপাড়ায় মাদক বেচাকেনার সময় জনৈক বক্কর আলীর বাড়ির সামনের রাস্তা ওপরে পৌঁছামাত্র অপর কয়েকজন পালিয়ে গেলেও মুন্না নামের ওই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনএসময় তার হেফাজতে বিশেষ কায়দার রাখা ২৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন