ভিডিও সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ফেসবুক পূজা চেরীর আবেগঘন পোস্ট!

ফেসবুক পূজা চেরীর আবেগঘন পোস্ট!

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পূজা চেরী চলতি বছর মাকে হারিয়েছেন। গত ২৪ মার্চ আবার অসুস্থ হয়ে পড়লে বাসায় তার মৃত্যু হয়। অসময়ে মাকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েন এ অভিনেত্রী। বিভিন্ন সময় নিজের ফেসবুকে মাকে নিয়ে নানান অনুভূতির কথা জানান পূজা চেরী।

মার্চে মায়ের মৃত্যুর পর ভালো নেই পূজা চেরী। সবসময়ই মাকে মনে করে স্মৃতিকাতর হয়ে ওঠেন তিনি। মা হারানোয় তার শূন্যতাও অপরিসীম। মাকে হারিয়ে যেন সম্পূর্ণ একা হয়ে গেছেন অভিনেত্রী। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মা ঝর্ণা রায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন পূজা চেরী। পোস্টে তিনি লিখেছেন-‘মামুনি, তোমার কথা অনেক বেশি মনে পড়ছে। থেকো কিন্তু আমার সাথে মা।’ অভিনেত্রীর এই আবেগঘন পোস্ট আপ্লুত করেছে ভক্ত-অনুরাগীদের।

আরও পড়ুন

উল্লেখ্য, ঢালিউড চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরু থেকেই সবসময় মাকে পাশে পেয়েছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন তার মা ঝর্ণা রায়। মায়ের সহযোগিতার এ কথা সবসময় গণমাধ্যমের সামনে এনেছেন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় ফলদ বাগানে সফল চাষি হারুন

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার সুজানগরের বান্নাই খাল কচুরিপানা ও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত

কানটুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

বগুড়ায় ৪৫ লাখ টাকার পণ্যসহ ট্রাক উদ্ধার : চারজন গ্রেপ্তার

থেমে নেই সড়কে মৃত্যু ঘটনা