বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে স্বাগতাকে লিগ্যাল নোটিশ!
বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। মুহম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী।
স্বাগতার বিরুদ্ধে অভিযোগ, একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থি জীবন যাপন করছেন অভিনেত্রী। একই সাথে তিনি তার ইসলাম পরিপন্থি কাজ (লিভ টুগেদার) প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। লিগ্যাল নোটিশে আরও বলা হয়, বিয়ের আগেই নারী-পুরুষের সহবাস বা লিভ টুগেদার ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম। এমন কাজ নিজে করে তা আবার প্রকাশ্যে স্বীকার করায় অভিনেত্রীর মাধ্যমে সমাজে সে ব্যাভিচার ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে অভিনেত্রীকে তার উক্ত বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। স্বাগতার ওই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে। অভিনেত্রী তা করতে অসম্মতি জানালে স্বাগতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ রয়েছে লিগ্যাল নোটিশে।
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে মন্তব্য করেছিলেন স্বাগতা। ওই সাক্ষাৎকারে অভিন্রেতী জানান, স্বামী ড. হাসান আজাদকে বিয়ের আগে এক বছর লিভ টুগেদারে ছিলেন তারা। এরপরই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান। অভিনেত্রীর কথায়, প্রথমে বিষয়টি মেনে নিতে সবাই একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে।
মন্তব্য করুন