মাগুরায় ৭ হাত-পা নিয়ে জোড়া লাগা দুই শিশুর জন্ম
মফস্বল ডেস্ক : মাগুরার শ্রীপুর উপজেলায় চার হাত, তিন পা নিয়ে জোড়া লাগা দুই শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে পৌনে ৩টার দিকে অস্ত্রোপচার ছাড়াই উপজেলার চর চৌগাছি গ্রামের বাড়িতে কৃষক হামিদ শেখের স্ত্রী মিতা খাতুন (২৬) শিশু দুটির জন্ম দেন।
হামিদ শেখ বলেন, বাড়িতে প্রসূতির মাধ্যমে তার স্ত্রী শিশু দুটির জন্ম দেন। পরে চিকিৎসার জন্য প্রসূতিসহ শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় মাগুরায়।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই অস্বাভাবিক আকৃতির জোড়ালাগা দুই শিশুর জন্ম দেন ওই প্রসূতি। শিশু দুটি অসুস্থ থাকলেও তাদের মা সুস্থ আছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শিশু হাসপাতলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন