ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী। ছবি : দৈনিক করতোয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শিক্ষা ক্ষেতে শিক্ষক ও অভিভাবকগণকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের কাছ থেকে ভদ্রতা ও শৃঙ্খলাবোধ শিখে থাকে। ভদ্র অভিভাবকদের সন্তান শৃঙ্খলা মেনে চলে। সরকারের নীতি মেনে চললে লেখাপড়ার উন্নতি ও অভিভাবকদের প্রত্যাশা পূরণ করা সম্ভব না। লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কখনই মেধা বিকাশে সহায়ক হতে পারে না।

কারণ মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি সুযোগ নাই। চাকরিও যেহেতু লটারীতে পাওয়া যায় না। তাই শিক্ষার্থী ভর্তিতে লটারী প্রথা তুলে দিতে হবে। আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে অবশ্যই শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারী পদ্ধতি পদ্ধতি তুলে দেওয়া হবে।

আজ শনিবার (২৪ মে) সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের অভিভাবক সমাবেশে স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের দোষরা সারাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিয়োগ ও ভর্তি বাণিজ্য করেছে। একইভাবে তারা আমার গড়া এই স্কুলটির লেখাপড়া ও শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছে গেছে।

আরও পড়ুন

আমি এককভাবে স্কুলের প্রতিষ্ঠাতা হলেও আমাকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। গত ১৭ বছর পর আজ স্কুলের অভিভাবক সমাবেশে উপস্থিত হয়েছি। স্বৈরাচার বিদ্যায়ের পর এখন স্কুলটি সংস্কার করার কাজে হাত দিয়েছি। এই কাজে অভিভাবকদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

স্কুল পরিচালনা পর্যদের সভাপতি উপজেলা মৎস্য অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের আজীবন একক দাতা লায়ন মোমেনা আলী, অধ্যক্ষ মোক্তার হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষার্থীদের অভিভাবক সহকারী সাইফুল ইসলাম, হাফিজুর রহমান বাবলু, অধ্যাপক ছারোয়ার হোসেন, ইমরান হোসেন প্রমুখ। সমাবেশে ব্যাপক সংখ্যক অভিভাবকগণ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় নার্সারিতে সরকারি নিষেধাজ্ঞার পরও আকাশমনি চারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

পাবনায় শোরুমে জুয়ার আসর, আটক ৯