লিটন নয়, বিদেশিতেই ভরসা ঢাকার
স্পোর্টস ডেস্ক : লিটন দাসের নেতৃত্ব ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াটইওয়াশ করেছে বাংলাদেশ। এমন নেতৃত্বের পর স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল আসন্ন বিপিএলেও ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন তিনি। তবে তাকে না নিয়ে শাকিব খানের দল বরং অধিনায়ক হিসেবে এক বিদেশি ক্রিকেটারকে বেছে নিয়েছে।
অধিনায়ক হিসেবে লিটন দাসের পরিবর্তে লংকান তারকা অলরাউন্ডার থিসারা পেরেরাকে বেছে নিয়েছে ঢাকা। আসন্ন বিপিএলে ঢাকাকে সাফল্য এনে দিতে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের ওপর। নেতৃত্বে ভালো করলেও সম্প্রতি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না লিটনের।
সবশেষ সিরিজেও ধারাবাহিক ব্যর্থ ছিলেন লিটন। তবে ব্যাট হাতে সাফল্য না পেলেও নেতৃত্বে ঠিকই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। নেতৃত্ব না পাওয়ায় এখন কেবল ব্যাটার হিসেবেই খেলতে পারবেন লিটন। বাড়তি কোনো চাপ নিতে হবে না তাকে।
এরইমধ্যে ঢাকায় এসেছে দলটির অধিনায়ক থিসারা। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলার মাঠে অনুশীলনও করছে দলটি।
আরও পড়ুনঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড : দেশি খেলোয়াড় : মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান
বিদেশী খেলোয়াড় : থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।
মন্তব্য করুন