নওগাঁর আত্রাইয়ে ভ্যানচোর আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে রনি (২১) নামে এক ভ্যান চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ভ্যান চোর রনি নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লীরা নামাজ আদায় করছিলেন। এমন সময় মসজিদের সামনে রাখা একটি ভ্যানের তালা ভেঙে সে ভ্যানটি চুরি করার চেষ্টা করে। এমন সময় স্থানীয় লোকজন তোকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, আজ বুধবার (১ জানুয়ারি) আটককৃত চোর রণিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন