ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

মাশরাফির জন্য অপেক্ষায় সিলেট!

মাশরাফির জন্য অপেক্ষায় সিলেট!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর বাকি মাত্র দুই দিন। কিন্তু সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিপিএল’র অনুশীলনেও নেই এই দুই তারকা।

সাবেক অধিনায়কের অনুশীলনে না থাকা নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। যদিও রাজনৈতিক পরিস্থিতি ও ফিটনেস সমস্যার কারণে মাশরাফির বিপিএলে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে।

মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনের পর এই বিষয়ে জানতে চাইলে দলটির কোচ মাহমুদ ইমন বলেন, ‘মাশরাফি এখনো আমাদের স্কোয়াডের অংশ। পরিস্থিতি ও ফিটনেসের ওপর নির্ভর করছে সে খেলতে পারবে কি না। যদি ফিটনেস ভালো থাকে এবং খেলার মতো অবস্থায় থাকে, তাহলে অবশ্যই সে মাঠে নামবে।’ 

মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবে গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই সময় লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।

আরও পড়ুন

সিলেট স্ট্রাইকার্স ৩১ ডিসেম্বর বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। তবে এই ম্যাচে মাশরাফির খেলার সম্ভাবনা খুবই কম। দলটির কোচ ইমন আরও বলেন, ‘মাশরাফি সিলেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আমরা তার ফিটনেস ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রাখছি। সে যখনই খেলার জন্য প্রস্তুত হবে, আমরা তাকে সুযোগ দেব।’
মাশরাফি বিপিএলের সর্বশেষ দুই আসরেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন এবং সংসদ সদস্য থাকার পরও মাঠে দাপট দেখিয়েছেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। রাজনৈতিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি ফিটনেসও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

সিলেট স্ট্রাইকার্স কোচ স্পষ্ট করে জানান, ‘মাশরাফি ফিট না হওয়া পর্যন্ত তাকে বিবেচনায় নেওয়া হবে না। তবে আমরা তার জন্য অপেক্ষা করব। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সে ফিট না হয়, তাহলে বিকল্প খেলোয়াড় নিয়ে আসতে হবে। এটি পুরোপুরি তার সিদ্ধান্ত।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের গান্ধী জয়ন্তীতে মুক্তি পাচ্ছে দৃশ্যম থ্রি

সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দারুণ জয়

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

ফেনীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ