ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

নওগাঁর রাণীনগরে ৩ জুয়াড়ির কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ৩ জুয়াড়ির কারাদন্ড, প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে তিন জুয়ারিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এই কারাদন্ডাদেশ দেন। দন্ডিতদের গতকাল শনিবার জেলা কারাগারে  প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা এলাকায় গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব বালুভরা গ্রামের খবির উদ্দীনের ছেলে বাচ্চু মিয়া (৪৫), একই গ্রামের আমির উদ্দীনের ছেলে আমান হোসেন (৫৫) এবং উপজেলার বেতগাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাহেল হোসেনকে (২৮) জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়।

আরও পড়ুন

আটককৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে জুয়া খেলার অপরাধ উদঘাটিত হওয়ায় জুয়া আইনে প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট