ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় ছেলের বউয়ের বঁটির কোপে প্রাণ গেল শ্বশুরের

পাবনায় ছেলের বউয়ের বঁটির কোপে প্রাণ গেল শ্বশুরের, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : পাবনার সাঁথিয়ায় ছেলের বউয়ের ধারালো বঁটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মোজামের বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সঙ্গে গত ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। তিনি ঢাকার মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। শেষে হাতের কাছে থাকা ধারালো বঁটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এসময় মোজামের পেটের ভুঁড়ি বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শ্বশুর মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সোমবার ভোররাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। আর অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের খবরে যা বললেন আইন উপদেষ্টা

নোয়াখালীতে মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট,গাড়ি ভাঙচুর

টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনলেন অপু বিশ্বাস

নওগাঁর ছোট যমুনা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার