ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবকে অচেতন অবস্থায় উদ্ধার

নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবকে অচেতন অবস্থায় উদ্ধার

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে হামজা এক্সপ্রেস পরিবহন থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু জানান, আমরা জানতে পারি চট্টগ্রাম থেকে হামজার এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো- ব ১৪-০২৫৬) করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে। এ সময় বাসের সুপারভাইজার পারভেজ অনেক ডাকাডাকি করলে তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

আরও পড়ুন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে ৬০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখীপুরে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী

বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে: দুদু

সিলেটের পাথরমহাল এলাকাগুলোতে আগে থেকেই পাথর উত্তোলন করা হচ্ছিল: রিজওয়ানা

জাপা কার্যালয়ে হামলায় গণঅধিকার জড়িত নয়, দায় চাপানো ‘বড় স্পর্ধা’

বিমানবন্দরের রানওয়েতে প্রাকৃতিক কর্ম, ভারতজুড়ে আলোচনা

মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয়: রাষ্ট্রপতি