কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মহিলাদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃৃবৃন্দ।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উলিপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে গিয়ে সমাবেশ করেন।
আরও পড়ুনএসময় পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসীন আলী, নিহত যুব নেতা আশরাফুল ইসলামের বোন আফরোজা বেগম, কন্যা পাপড়ি খাতুন প্রমুখ।
মন্তব্য করুন