ফটিকছড়ি সীমান্তে ৮টি ভারতীয় গরুসহ যুবক বিজিবির হাতে আটক
_original_1735915590.jpg)
চট্টগ্রামের ফটিকছড়ির সীমান্ত থেকে ৮ ভারতীয় গরু সহ হারুন (৩৮) নামে এক যুবককে আটক করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
আজ শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাগানবাজার ইউপির চা বাগান নামক স্থানে সুবেঃ মো. মহসিন শেখের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়।
আটক কৃত হারুন ভূজপুর থানার বাগানবাজার ইউপির চিকনছড়া এলাকার নুর আহমেদের সন্তান।
আরও পড়ুনবিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম বাগানবাজার ইউপির চা বাগান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে আনা ৮ টি গরু মো. হারুন (৩৮) আটক করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটককৃত ব্যক্তি ব্যাটালিয়ন সদরের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ‘বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে.
মন্তব্য করুন