চাঁপাইনবাবগঞ্জের বিজিবি’র হাতে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ নাজমুল হোসেন নাজিম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে ভোলাহাট বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২শ’ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কের উপর অভিযান চালায়। অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম।
আরও পড়ুনমহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোলাহাট সীমান্ত দিয়ে মাদক পাচার সম্ভাবনার খবর পাবার পর অভিযান পরিচালনার পরিকল্পনা করে নির্দেশনা দেয়া হয়। এ ঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান অধিনায়ক।
মন্তব্য করুন