ভিডিও সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

১৮০ বিদেশিসহ প্রায় ছয় হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা

১৮০ বিদেশিসহ প্রায় ছয় হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ১৮০ জন বিদেশি নাগরিকসহ প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটির ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া গণ সাধারণ ক্ষমার অংশ হিসেবে অন্যান্য বন্দিদের সাজা কমিয়েছে। প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে বন্দির মুক্তির ঘোষণা দিয়ে থাকে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। শনিবার (৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মিয়ানমার ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায়। তারপর থেকে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দেশটি। বন্দি মুক্তির মধ্যে সামরিক বাহিনী কর্তৃক গৃহবন্দি ৭৯ বয়সি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি রয়েছেন কি না তা নিশ্চিত নয়। ২০২১ সালে সুচি’র নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর আনা অভিযোগে ১৪টি ফৌজদারি মামলায় দোষি সাব্যস্ত হয়ে বর্তমানে ২৭ বছরের সাজা ভোগ করছেন সু চি। এছাড়া সেনা শাসনের বিরোধিতাকারী হাজার হাজার রাজনৈতিক বন্দিদের মধ্যে কেউ মুক্তি পাবে কিনা তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আরও পড়ুন

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি টেলিভিশন জানিয়েছে, সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং বলেছেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মানবিক বিবেচনায় মিয়ানমার ৫ হাজার ৮৬৪ স্থানীয় এবং সেইসাথে ১৮০ বিদেশিকে মুক্তি দেবে। নভেম্বরের শেষের দিকে আন্দামান সাগরে সামুদ্রিক সীমান্ত থেকে মিয়ানমারের নৌবাহিনীর চার থাই জেলেকে আটক করে। এই চারজন মুক্তি দেওয়া বিদেশিদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রা বলেছেন, তিনি আশা করছেন স্বাধীনতা দিবসে চার জনকে মুক্তি দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা’

বিয়ের পিঁড়িতে আলোচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা!

সৌদিতে পুরুষদের সেলুনে নারীদের পরিষেবা প্রদান, তদন্ত শুরু

দেশে এক বছরে বেকার বেড়েছে ১ লাখ ৭০ হাজার

মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৭