ময়মনসিংহে মহিলা লীগের নেত্রী শিমুল গ্রেফতার
_original_1735990964.jpg)
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আসমাউল হুসনা শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের।
আরও পড়ুনতিনি জানান, গতকাল রাত ২টার দিকে হালুয়াঘাট উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসমাউল হুসনা শিমুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষ্যমবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নাশকতার মামলা রয়েছে।
মন্তব্য করুন