ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, এসপি কার্যালয়ে এনসিপি নেতারা

নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, এসপি কার্যালয়ে এনসিপি নেতারা

(কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার কারণে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পথযাত্রা শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি’র গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এনসিপি নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ওপর হামলার আশঙ্কা করছি।

গাড়িবহরের একটি অংশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি। তাই পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছি। এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আমরা যখন রওনা দিয়েছি, তখন আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি শান্ত। কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা গেছে হয়। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষেতলালে বর্জপাতে যুবকের মৃত্যু 

বেলুচিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় হতাহত অন্তত ১০

৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সর্বজনীন পেনশন প্রকল্প বাস্তবায়ন গতিশীল করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) সাথে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৬তম সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর