ভিডিও সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

ভেড়ামারায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

অভিযুক্ত সালাম

কুষ্টিয়ার ভেড়ামারায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম দর্জি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (৪ জানুয়ারি) অভিযুক্ত সালামকে স্থানীয় জনতা আটক করে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। এ সময় পাশের বাড়ির দর্জি সালাম পুতুল বানানোর জন্য কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ বাসায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ভিকটিম বাসায় ফিরে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বললে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম জানান, ধর্ষক সালামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, ২৫ বছর হলেই আবেদন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’

ভারতে মাওবাদীদের হামলায় ৯ নিরাপত্তারক্ষী নিহত

রাজধানীর সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার

সংবিধানে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে: সারজিস আলম